Wednesday, June 23, 2021

করোনা পরিস্থিতিতে গরিব মানুষের বিনামূল্যে টিকাকরন, মানবিক পদক্ষেপ ঋতাভরীর

দেশে তথা রাজ্যে শুরু হয়েছে করোনার সংক্রমন। চলছে করোনার টিকাকরন। এই অবস্থায় ১০০ জন গরিব মানুষের বিনামূল্যে টিকাকরনের ব্যবস্থা করলেন অভিনেত্রী তথা মডেল ঋতাভরী চক্রবর্তী। তিনি এবিষয়ে একটি ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। যেখানে তিনি জানান, ঋতাভরী ও তাঁর মা ‘স্কাড’ নামে একটি এনজিও চালান। সেটির উদ্যোগেই এই টিকাকরন প্রক্রিয়া চালানো হয়। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা।

হাসপাতালে নেই বেড,অক্সিজেনের অভাবে বসে বসেই প্রাণ হারাচ্ছে বহু মানুষ। সঙ্কট পরিস্থিতিতে ঋতাভরী ভিডিও বার্তায় জানান, ‘ভ্যাকসিনেশনের জন্য মানুষকে সাবধানে নিয়ে যাওয়া যত না কঠিন, তার চেয়ে বেশি কঠিন মানুষকে বোঝানোটা। আমি এবং আমার বন্ধু রাহুল দাশগুপ্ত বহু মানুষকে বুঝিয়েছি। এখনও ভ্যাকসিনের প্রচুর ঘাটতি রয়েছে। তবে যারা পারবে তারা যেন অবশ্যই কোভিড ভ্যাকসিন নিয়ে নেন, এবং পারলে অন্যকেও সাহায্য করো। করোনার দ্বিতীয় ঢেউ কতটা বিপজ্জনক হয়ে উঠছে তা সকলেই বুঝতে পারছ। যতটা সম্ভব বাড়িতে থেকে ডিসটেন্স মেইনটেন করো এবং প্লিজ সবাই মাস্ক পরো। এবং তার সাথে সকলকে এগিয়ে আসার আবেদন জানান অভিনেত্রী।’

আরও পড়ুন

টাটকা আপডেট

সবচেয়ে জনপ্রিয় সংবাদ