সুন্দর পোশাক ও সুন্দর মেক আপ করার পরেও হাতের নখ যদি সুন্দর না থাকে তা হলে পুরো সাজটাই মাটি হয়ে যায়। বিশেষ করে আমরা কথা বলার সময়ে হাতের নড়াচড়াও চলতে থাকে। তাই কথা বলার সময়ে আঙুলও দেখতে সুন্দর লাগাটা প্রয়োজন। এমনিতে নখে নেল পলিশ পরলেই ভালো লাগে। কিন্ত নখে যদি অর্ধেক নেল পলিশ লেগে থাকে তা দেখতে মোটেও সুন্দর লাগে না। আর রোজ নিয়ম করে নেল পলিশ পরার সময়ও কারোর থাকে না।
ঘরে বসেই কীভাবে নখ সুন্দর রাখবেন, জেনে নিন সহজ উপায়-
নিয়মিত নখ কাটাঃ- নেল ফাইল দিয়ে সুন্দর করে ঘষে ঘষে নখ ছোট করুন। কোণের দিকটা গোল করবেন। স্নানের পর নখ ভিজে নরম হয়ে যায়। স্নানের পর ভিজে নখ শুকনো কাপড়ে মুছে নিন, তারপর করুন। এইসময় নখ ফাইল করার পক্ষে উপযুক্ত সময়। নখ ভিজে থাকা অবস্থায় ফাইল না করাই ভালো। তাতে দুর্বল নখ ভেঙে গেলে দেখতে আরও খারাপ লাগবে।
টুথপেস্ট:- নখ পরিষ্কার করার জন্য দাঁত ব্রাশ করার মতোই নখও ব্রাশ করুন। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে তা দিয়ে কিছুক্ষন ধরে ঘষে পরিষ্কার করুন। বেশ কিছুদিন এই পদ্ধতি অবলম্বন করলে ঝকঝকে নখ পাওয়া যাবে খুব সহজে।
লেবু-বেসনের পেস্ট:- নখ পরিষ্কার করার জন্য একটি পাত্রে কিছুটা লেবুর রস ও তার সঙ্গে বেসন মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে এবং ওই পেস্টটি কিছুক্ষন নখের উপর লাগিয়ে রাখতে হবে। তারপর একটি ব্রাশ দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন।
ডেনচার ক্লিনার:- ওষুধের দোকানে এক ধরণের ট্যাবলেট কিনতে পাওয়া যায়, দাঁতের পাটি পরিষ্কার করার জন্য। এই ওষুধকে নিয়ে গরম পানিতে মিশিয়ে নিন এবং সেই পানিতে মিনিট পাঁচেক নখ ডুবিয়ে রাখুন। এ থেকে নখ অনেকটাই পরিষ্কার হবে।
বেস কোট:- যাঁরা নিয়মিত নেল পলিশ ব্যবহার করেন, তাঁদের নখে ছোপ পড়ে যায়। তাই নখের সাদাভাব ধরে রাখার জন্য আমরা সবসময় নেল পলিশ লাগানোর আগে বেস কোট ব্যবহার করবো। এতে করে নখ অনেকটাই ভালো থাকে এবং নখের সাদাভাব ধরে রাখতে সাহায্য করে।
দাঁতে দিয়ে কাটা নয়ঃ- দাঁত দিয়ে নখ কাটা মানুষের একটি খুব বাজে স্বভাব। এই অভ্যাস থেকে থাকলে এক্ষুনি পরিত্যাগ করুন। খেয়ে যাওয়া, এবড়োখেবড়ো নখ দেখতে খারাপ লাগে। তা ছাড়া এতে নখের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এর ফলে সংক্রমণ হয়ে নখ পাকাপাকিভাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
ময়েশ্চারাইজার:- শীত বা গ্রীষ্ম সব ঋতুতেই হাত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাই ধপধপে সাদা নখ পেতে প্রত্যেকদিন নিয়ম মাফিক ময়েশ্চারাইজার লাগাতে হবে।
নেল হোয়াইটনিং পেনসিল:- নখ সাদা রাখার জন্য দোকান থেকে কিনে এনে নেল হোয়াইটনিং পেনসিল ব্যবহার করতে পারেন। প্রয়োজনে গোটা ম্যানিকিউরের কিট কিনে বাড়িতেই করা যেতে পারে ম্যানিকিউর। এতে নখ শুধু সাদাই হবে না, ভালোও থাকবে।