Wednesday, June 23, 2021

মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে আটক বিজেপির চিফ এজেন্ট

আটক করা হল রাসবিহারির বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত সাহার চিফ এজেন্টকে। তাঁকে আটক করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বুথে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত ওই এজেন্টের নাম মোহন রাও। যদিও তাঁর দাবি, এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। ঘটনায় থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি।

রাসবিহারী কেন্দ্রের অন্তর্গত বিদ্যাভারতী স্কুলে বিজেপি প্রার্থী সুব্রত সাহার পোলিং এজেন্ট ছিলেন মোহন রাও। বুথের মধ্যে তৃনমূল মহিলা এজেন্টের সঙ্গে বচসা বাঁধে তাঁর। এর পরই বিজেপি এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তৃণমূলের এজন্ট। অভিযোগ পেয়ে মোহন রাওকে আটক করে নিয়ে যায় পুলিশ।

বিজেপির ওই নেতা বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। ওই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, হার নিশ্চিত জেনে বিজেপি কর্মীদের হেনস্থার রাস্তা নিয়েছে তৃণমূল। আটক করা হলেও মোহন রাওকে গ্রেফতার করা হয়েছে কি না তা এখনো জানায়নি পুলিশ।

আরও পড়ুন

টাটকা আপডেট

সবচেয়ে জনপ্রিয় সংবাদ